বিগত বছরে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশে বরফ ও তুষার অর্থনীতির বাজার আকার ২৬৬ দশমিক ১৭ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এর মধ্যে বরফ ও তুষার পর্যটনের আউটপুট ছিল ১৮২ দশমিক ৩৩ বিলিয়ন ইউয়ান। প্রাদেশিক পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুসারে, ২০২৪-২০২৫ শীতকালীন মৌসুমে, হেইলংচিয়াংয়ে ১ কোটি ৩৫ লক্ষ দেশি এবং বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে, যা এর আগের বছরের শীতকালীন মৌসুমের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশপাশি পর্যটকদের ব্যয়ও ৩০ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
২০২৪ সালে স্টেট কাউন্সিলের একটি নির্দেশিকায় ঘোষণা করা হয়, ২০২৭ সালের মধ্যে বরফ ও তুষার অর্থনীতির মোট বাজার আকার ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান এবং ২০৩০ সালের মধ্যে ১ দশমিক৫ ট্রিলিয়ন ইউয়ান অর্জন করার পরিকল্পনা রয়ে