প্রাক্-মৌসুমে বছরের প্রথম ম্যাচ খেলতে গত রোববার মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচে মেসির গোলের পরও মেক্সিকোর ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে মায়ামি।
পরে অবশ্য টাইব্রেকারে ৩-২ গোলে ঠিকই জয় আদায় করে নেয় মায়ামি। এটুকু পর্যন্ত অবশ্য সব ঠিকই ছিল। কিন্তু গন্ডগোল বেঁধেছে অন্য জায়গায়।
নেভাদায় সেদিন ম্যাচ চলাকালে মেক্সিকান ক্লাবটির ভক্তরা দুয়ো দেন মেসিকে। আর সেই দুয়োর প্রতিক্রিয়ায় বেশ স্বভাববিরুদ্ধ আচরণ করতে দেখা যায় বিশ্বকাপজয়ী তারকাকে। মেক্সিকান দর্শকদের দুয়োর প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন মহাতারকা সে সময় আঙুলে দিয়ে ইঙ্গিত করে জানান আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে আর মেক্সিকো এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেনি।
মেসির সেই ইঙ্গিতপূর্ণ ছবি ও ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। মেসির এমন আচরণের পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সমালোচনাও হয়েছে।
মেসির সমালোচকদের তালিকায় আছেন মেক্সিকোর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আদোলফো বাউতিস্তা। এমনকি ইঙ্গিতপূর্ণ আচরণের জন্য মেসির শিক্ষাদীক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন বাউতিস্তা।