রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ মার্চ হাইনানে অনুষ্ঠেয় বোয়াও ফোরামে অংশ নিতে ২৬ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএমজি বাংলাকে জানান, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিবেন তিনি। ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে ৮টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে।
এ ছাড়া দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১০টির মতো ঘোষণাও আসতে পারে। তবে সবচেয়ে গুরুত্ব পেতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (জিডিআই) বাংলাদেশকে যুক্ত করার বিষয়টি। ভূরাজনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করতে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) বাস্তবায়ন করতে চায় চীন।