১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিআরআই প্রকল্প থেকে পানামার সরে যাওয়ায় চীনের দুঃখ প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক


চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে পানামার সরে যাওয়ার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে চীন। দেশটি বলছে, পানামার ওপর যেকোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপের তারা বিরোধিতা করে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এসব কথা বলেন।


মুখপাত্র বলেন, চীন পানামার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ক ও উভয় দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করে পনামাকে বহিরাগত হস্তক্ষেপ প্রতিরোধ করা উচিত।
পানামা ঘোষণা করেছে যে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে আসছে। ২০১৭ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ নবায়ন করবে না দেশটি। এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের চাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


লিন চিয়ান বলেন, চীন কখনই খাল পরিচালনা অংশগ্রহণ করেনি, এবং কখনই খাল নিয়ে হস্তক্ষেপ করেনি। চীন খালটির উপর নিয়ন্ত্রণ রেখেছে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
লিন চিয়ান আরও বলেন, বিআাআই একটি অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ। এই উদ্যোগ ১৫০টিরও বেশি দেশের মানুষদের জন্য বাস্তব সুবিধা এনে দিয়েছে।

ঈদে আসছে না ‘নতুন নোট’

বাঁচানো গেলো না মাগুরার শিশু আছিয়াকে

৪ দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

‘প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি জরুরি’

ওপেন-সোর্স চিপের নকশা নিয়ে এগোচ্ছে চীন

খাদ্য অধিদপ্তরে ১,৭৯১ পদে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে নতুন বাঁক কেন?

আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

জনগণের বিশ্বাস অর্জনে যেসব কৌশল ব্যবহার করতেন হাসিনা