১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ওপেন-সোর্স চিপের নকশা নিয়ে এগোচ্ছে চীন

নিজেস্ব প্রতিবেদক

ওপেন-সোর্স বা উন্মুক্ত নকশার চিপ আর্কিটেকচার ‘রিস্ক-ভি’ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে চীনে। বিশেষ করে আলিবাবা গ্রুপের মতো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত এ প্রযুক্তিতে আধুনিক সেমিকন্ডাক্টর তৈরিতে মনোযোগ দিচ্ছে।
রিস্ক-ভি প্রযুক্তি সিপিইউ-এর মেমোরি সিস্টেম পরিচালনা করে এবং ২০১০ সালে এটি উন্মুক্ত ও বিনামূল্যে ব্যবহারের জন্য চালু হয়। এটি ব্যবহার করে কোম্পানিগুলো নিজেদের চাহিদামতো চিপ ডিজাইন করতে পারে।
সাধারণত চিপ ডিজাইনের লাইসেন্স পেতে প্রচুর খরচ হয়। ইন্টেল ও এআরএম-এর মতো কোম্পানিগুলোও তাদের ডিজাইন গোপন রাখে। ফলে গ্রাহকদের তৈরি করা চিপ কিনতে হতো অথবা বেশি মূল্যে কাস্টমাইজড ডিজাইন বানিয়ে নিতে হতো।


যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানির কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রিস্ক-ভি চীনের চিপ শিল্পকে স্বাধীনভাবে উন্নত করতে সাহায্য করবে। ফলে ইন্টেলের এক্স৮৬ এবং ব্রিটিশ কোম্পানি এআরএম-এর ডিজাইনের ওপর নির্ভরতা কমবে চীনের।
চায়না একাডেমি অব ইঞ্জিনিয়ারিং-এর গবেষক নি কুয়াংনান বলেন, ‘চীনের ওপেন-সোর্স ইকোসিস্টেম দ্রুত বিকশিত হচ্ছে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে।’


তিনি আশা করেন, ২০৩০ সালের মধ্যে রিস্ক-ভি চিপ বাজারের ২৫ শতাংশ দখল করবে।
এআই প্রযুক্তির বিকাশের কারণে চিপগুলোর উচ্চক্ষমতা, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন হচ্ছে। নমনীয়তা ও কাস্টমাইজযোগ্য ডিজাইনের জন্য এআই চিপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিস্ক-ভি।
গবেষণা প্রতিষ্ঠান ওমদিয়া জানিয়েছে, ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে রিস্ক-ভি প্রসেসরের বার্ষিক প্রবৃদ্ধি ৫০ শতাংশ হবে এবং ২০৩০ সালের মধ্যে ১৭ বিলিয়ন ইউনিট বিক্রি হবে।


আলিবাবার গবেষণা প্রতিষ্ঠান তামো একাডেমি ইতোমধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন রিস্ক-ভি চিপ উদ্ভাবনে কাজ করছে। তাদের সুয়ানথিয়ে সি৯৩০ প্রসেসর মার্চ থেকে সরবরাহ শুরু হবে। তামোর তথ্যানুযায়ী, ২০২৪ সালের শুরুতে সুয়ানথিয়ে সিরিজের ৪০০ কোটি ইউনিট বাজারে এসেছে।


চীনের অনেক প্রতিষ্ঠানও রিস্ক-ভি উন্নয়নে কাজ করছে। আন্তর্জাতিক সংগঠন রিস্ক-ভি ইন্টারন্যাশনালের ২৩টি প্রিমিয়ার সদস্যের মধ্যে অর্ধেকই চীনের, যার মধ্যে রয়েছে আলিবাবা, হুয়াওয়ে, জেডটিই ও টেনসেন্ট।
২০২২ সালে বিশ্বে ১০ বিলিয়ন রিস্ক-ভি চিপ তৈরি হয়, যার অর্ধেকই তৈরি হয়েছিল চীনে। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


তামোর প্রধান বিজ্ঞানী মেং চিয়ানই বলেন, ‘উচ্চক্ষমতাসম্পন্ন চিপ বাজারে প্রবেশ করতে হলে চীনের চিপ শিল্পকে ওপেন-সোর্স রিস্ক-ভি ব্যবহার করতেই হবে।’
২০১৮ সাল থেকে আলিবাবা এই চিপে বিনিয়োগ করছে এবং ২০১৯ সালে তাদের সুয়ানথিয়ে সি ৯১০ চিপ বাজারে আসে। গত ছয় বছরে তামো’র সুয়ানথিয়ে সিরিজ ১৩টি রিস্ক-ভি প্রসেসর বাজারে এনেছে।

ঈদে আসছে না ‘নতুন নোট’

বাঁচানো গেলো না মাগুরার শিশু আছিয়াকে

৪ দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

‘প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি জরুরি’

ওপেন-সোর্স চিপের নকশা নিয়ে এগোচ্ছে চীন

খাদ্য অধিদপ্তরে ১,৭৯১ পদে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে নতুন বাঁক কেন?

আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

জনগণের বিশ্বাস অর্জনে যেসব কৌশল ব্যবহার করতেন হাসিনা