
অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান
বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তার পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজটি সুপারহিট হয়েছে। সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছে আমি কে— বলেও মন্তব্য করেছিলেন আরিয়ান খান। কিন্তু এই সাফল্যের মাঝেই আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র। এর আগে ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। কিছু দিন আগে সেই বিতর্কের অবসান হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আরও বিতর্কে জড়ালেন তিনি। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই বন্ধুর সঙ্গে রয়েছেন তিনি। যার মধ্যে একজন হলেন কর্নাটকের এক মন্ত্রীর ছেলে। শুক্রবার (২৮ নভেম্বর) একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরুরে গিয়েছিলেন আরিয়ান খান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাকে। তিনজনেই সমাজের প্রভাবশালী পরিবারের সন্তান।








