ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। গত ৯ ফেব্রুয়ারি সকাল থেকে এই পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়।
এটি সেই ভবন, যা ‘সিআরই’ র ভবন নামে পরিচিত এবং যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশেই অবস্থিত। ৫ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঐ ভবনে প্রবেশ করে। তাদের মধ্যে অনেকেই ভবনের নিচতলার বেজমেন্টে পানি দেখে, যেখানে গুঞ্জন উঠেছিল যে সেখানে একটি ‘আয়নাঘর’ রয়েছে।
এই পানি নিষ্কাশন কাজের মাধ্যমে ভবনের গভীরে কী রয়েছে, তা খোলাসা করার জন্যই ফায়ার সার্ভিসের এই পদক্ষেপ। ৬ ফেব্রুয়ারি থেকে এই আলোচনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং এর সঙ্গে বিভিন্ন গুজবও তৈরি হয়।
বর্তমানে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে, তবে পানি সরানোর পরেও ভবনের ভেতরে আরও কী রয়েছে, তা এখনো পরিষ্কার হয়নি।