১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মুসলিম হয়েও যে খাবার ছুঁয়ে দেখেন না সালমান

নিজেস্ব প্রতিবেদক

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান মুসলিম। মা সালমা খান হিন্দু। আর সৎমা হেলেন খ্রিস্টান। সে কারণেই সব ধর্মের প্রতি যে তার সমান শ্রদ্ধা, তা হওয়াই স্বাভাবিক।

এমনিতেই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল খান পরিবার। তাদের বাড়িতে মিশ্র সংস্কৃতিতে বিয়ের চল রয়েছে। তাদের বাড়িতে যেমন গণেশ পূজা ঘটা করে হয়, তেমনই আয়োজন করা হয় ঈদের অনুষ্ঠান। বছর কয়েক আগে টেলিভিশন চ্যানেলের একটি শোয়ে সালমান খান জানান, তিনি গোরুর মাংস কিংবা শুয়োরের মাংস ছুঁয়ে দেখেন না।

আর তিনি গোমাংস খান না তার মায়ের জন্য। সবাই জানেন সালমান তার মাকে কতটা ভালোবাসেন। সালমান তার মায়ের ভীষণ কাছের। অভিনেতা বলেন, গরুকে আমরাও ভীষণ মানি। আমার মা যেহেতু হিন্দু, সে কারণেও। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়।

এদিকে ছেলে সালমান খানকে নিয়ে প্রায়ই কথা বলেন বাবা সেলিম খান। নিজেই জানিয়েছেন, কেন বিয়ে করছেন না সালমান। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কোনো রাখঢাক রাখেননি তার বাবা। দুই স্ত্রী সালমা খান ও হেলেনকে নিয়েও মন্তব্য করেন তিনি। দুই স্ত্রীর জন্য গর্ববোধও করেন সেলিম খান। দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারে সম্প্রীতি বজায় থাকে।

ঈদে আসছে না ‘নতুন নোট’

বাঁচানো গেলো না মাগুরার শিশু আছিয়াকে

৪ দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

‘প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি জরুরি’

ওপেন-সোর্স চিপের নকশা নিয়ে এগোচ্ছে চীন

খাদ্য অধিদপ্তরে ১,৭৯১ পদে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে নতুন বাঁক কেন?

আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

জনগণের বিশ্বাস অর্জনে যেসব কৌশল ব্যবহার করতেন হাসিনা