২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

নিজেস্ব প্রতিবেদক

অন্যতম বৃহৎ বন্দরনগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইসফাহানের ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। রোববার ইরানের মাশহাদ শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি মাশহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চলছে।

মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, একটি ৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে আগুনের বিশালতা ও ধোঁয়ার কুন্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এর আগে, গত ২৬ এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

এর চারদিন পর ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে। ৩০ এপ্রিল সকালের এ ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নর্থ সাউথের সেই বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব রিমান্ডে

মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ