শুভ অপরাহ্ন!
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৫৬৯ জন

নিজেস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে আরো ৫৬৯ জন। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে এ সময়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ২৩১ জনকে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো গ্রেফতার ৫৬৯ জনকে করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ শনিবার (২ মার্চ) পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, ১টি দা, ১টি ছুরি, ২টি লোহার রড ও ১টি লাঠি উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

যুক্তরাষ্ট্রে ১৭৮ যাত্রীর বিমানে আগুন

বাংলাদেশ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি!

২০২৪ সালে হেইলংচিয়াংয়ের বরফ ও তুষার অর্থনীতি চাঙা

আর কারও যেন আছিয়ার মতো করুণ পরিণতি না হয়: আমীরে জামায়াত

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

জেল-হাজতে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’

ঈদে আসছে না ‘নতুন নোট’