মাদক-বিরোধী অভিযানের অজুহাতে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন।
সম্প্রতি ভেনিজুয়েলার অনুরোধে ডাকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে।
ফু ছোং তীব্র সমালোচনা করে বলেন, তথাকথিত আন্তর্জাতিক জলসীমায় অন্য দেশের জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা ও অতিরিক্ত অভিযান সংশ্লিষ্ট কর্মীদের বেঁচে থাকার অধিকার এবং অন্যান্য মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে। এই পদক্ষেপগুলো সংশ্লিষ্ট জলসীমায় নাবিকদের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল দেশের ভোগ করা গভীর সমুদ্রের স্বাধীনতাকে সম্ভাব্যভাবে ক্ষুণ্ন করতে পারে।
তিনি আরও বলেন, এই কাজগুলো অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইনের গুরুতরভাবে পরিপন্থী এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। চীন এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানান ফু ছোং।
ফু ছং স্পষ্ট করে বলেন, চীন জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি এবং অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনকারী যেকোনো কাজের বিরোধিতা করে।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করে পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, চীন যুক্তরাষ্ট্রকে মাদক-বিরোধী অভিযানের অজুহাত ব্যবহার করে অন্য দেশের নেভিগেশন নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ভোগ করা স্বাধীনতা ও অধিকারকে বিপন্ন করা বন্ধ করতে উৎসাহিত করছে।