১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরের দ্বিতীয়, না খুলনার প্রথম?

নিজেস্ব প্রতিবেদক

আট ম্যাচে ছয় জয় খুলনার। এক হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর তৃতীয় ম্যাচে প্রথম জয় পায়। ফাইনালে ওঠার পথে তারা নয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে, তিনটি হার ও এক ম্যাচ পরিত্যক্ত হয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মোহাম্মদ মিঠুন ও আকবর আলীর দল।

রংপুর জিতলে আকবরের হাতে উঠবে দ্বিতীয় শিরোপা, খুলনা জিতলে মিঠুনের প্রথম। ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। সিলেট স্টেডিয়ামে কাল ট্রফি নিয়ে পোজ দেওয়ার সময় দুই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আকবর আলী একে অন্যকে কেক খাইয়ে দেন। এরপর দুজনে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন। ফাইনালে জিততে চান মিঠুন। তিনি বলেন, ‘রংপুর শেষদিকে খুবই ভালো ক্রিকেট খেলছে। তারা বর্তমান চ্যাম্পিয়ন। ভালো দল। তাদের প্রতি আমাদের সম্মান আছে। তবে আমরাও খুব ভালো খেলছি। আমাদের দলও অভিজ্ঞ। ভারসাম্যপূর্ণ। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন খুলনায় ট্রফি যায়নি। টুর্নামেন্টের প্রথম থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, এই ট্রফি আমরা জিততে চাই।’

এদিকে টুর্নামেন্টের শুরুর দিকে তেমন ভালো না করলেও শেষদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় রংপুর। সঠিক সময়ে মোমেন্টাম পাওয়ায় আনন্দিত আকবর। টানা দ্বিতীয়বার এনসিএলের ফাইনালে নেতৃত্ব দেবেন তিনি। আকবর বলেন, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টাম পেয়েছি এবং সেটা কাজে লাগছে আমাদের। আমাদেরও একই চেষ্টা থাকবে। একটা সাধারণ ম্যাচে যেমন পরিকল্পনা থাকে, সেভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ফাইনাল হলেও এটা অন্য আট-দশটা ম্যাচের মতোই। তবে গুরুত্ব বেশি। জেতার পরিকল্পনা নিয়ে মাঠে নামব।’

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নর্থ সাউথের সেই বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব রিমান্ডে

মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ