১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাখালীতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর পরিচ্ছন্নতা কর্মীরা মহাখালী এলাকায় অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ডিএনসিসির আওতাধীন ওয়ার্ড ২০ এর বীর উত্তম একে খন্দকার সড়ক, তাজ উদ্দিন আহমেদ সড়ক, মহাখালী রেলগেট, সেতু ভবন, আমতলার মোড় এবং জনস্বাস্থ্যের গেট এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, ডিএনসিসির কর্মীরা নিয়মিতভাবে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করে থাকে। আজকের কার্যক্রমও তারই অংশ হিসেবে ছিল।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ গত বৃহস্পতিবার জানান, নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ করেছে।

এদিকে, ডিএনসিসি সম্প্রতি এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের পর এসব অপসারণ না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ডিএনসিসি এলাকার বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার, এবং বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হচ্ছে। এজন্য এসব স্থাপনকারীদের নিজ উদ্যোগে এসব অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যা জানাল হোয়াইট হাউস

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এর সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক: সিইসি

মাদুরো কেন ট্রাম্পের আক্রোশের শিকার হলেন?

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ্টা