চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নারী ও পরিবার বিষয়ক ভাষণ নিয়ে দুটি নতুন বই পিপলস পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে। বইগুলো সংকলন করেছে চীনের অল-চায়না উইমেন্স ফেডারেশন।
প্রথম বইটি সি চিনপিংয়ের নারী, শিশু ও নারী ফেডারেশন সম্পর্কিত কাজের ভাষণ অধ্যয়ন ও বাস্তবায়নের ওপর লেখা। দ্বিতীয়টি পরিবার, পারিবারিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ সম্পর্কিত ভাষণ অধ্যয়ন ও প্রয়োগের ওপর।
২০১২ সালে চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিনপিং নারী, শিশু ও নারী ফেডারেশনের কাজ এবং পরিবার, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।