চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে উচ্চ-পর্যায়ের যোগাযোগ বজায় রাখতে, কৌশলগত সমন্বয় জোরদার করতে এবং যৌথভাবে প্রকৃত বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে ইচ্ছুক।
মঙ্গলবার সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই, ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বনের সাথে টেলিফোনে আলাপে এই মন্তব্য করেন।
এ সময় ওয়াং বলেন, চীন ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে উচ্চ-পর্যায়ের যোগাযোগ বজায় রাখতে, কৌশলগত সমন্বয় জোরদার করতে, যৌথভাবে প্রকৃত বহুপক্ষবাদকে সমুন্নত রাখতে, জাতিসংঘের মর্যাদা সমুন্নত রাখতে, আন্তর্জাতিক বাণিজ্য শৃঙ্খলা রক্ষা করতে, বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করতে, একমেরু আধিপত্যেবাদের বিরোধিতা করতে, নির্দিষ্ট কোনো দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সকল জাতির অভিন্ন স্বার্থ রক্ষা করতে এবং শক্তির রাজনীতি প্রত্যাহার করতে ইচ্ছুক।
বর্তমান পরিস্থিতিতে, চীন ও ইউরোপের জন্য আলোচনার মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্য যুদ্ধ সমাধান করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ওয়াং। তিনি বলেন, চীন আশা করে ফ্রান্স ঐক্য ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা দিবে এবং চীন-ফ্রান্স ও চীন-ইউরোপ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে কাজ করবে।
এ সময় বোনে জানান, বাণিজ্য ও শুল্ক যুদ্ধ চায় না ফ্রান্স। তারা চীনের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সমস্যাগুলো সমাধান করতে আগ্রহী। ফ্রান্স এবং ইউরোপ, উভয়েই চীনের সঙ্গে ন্যায্য ও টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলতে আগ্রহী।