১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলল চিকিৎসার নতুন দুয়ার , চীনে গেলেন রোগীদের প্রথম দল

নিজেস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসাসেবা নিতে চীনা দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
এদিন দুপুর ২.৩০ মিনটের ফ্লাইটে ১৪ রোগী, ৫ জন বাংলাদেশি চিকিৎসক, ৫ ট্রাভেল এজেন্ট ও ১ সাংবাদিকসহ ৩১ সদেস্যের দল কুনমিং উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

দলটিকে বিদায় জানাতে এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দীন, কালাচারাল কাউন্সেলর লি শাওফেংসহ সংশ্লিষ্টরা।কুনমিংয়ের পাবলিক হাসপাতাল, ইউননান কার্ডিওভাসকুলার হাসপাতাল, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ইউননান ক্যান্সার হাসপাতালসহ চারটি হাসপাতালে উন্নত প্রযুক্তি, মান, মেডিকেলসেবাসহ, বাংলা ও ইংরেজি দোভাষীসুবিধার সার্বক্ষণিক ব্যবস্থা থাকবে বাংলাদেশিদের জন্য বলে জানান ইয়াও ওয়েন।

ইয়াও ওয়েন বলেন, চাইনিজ এয়ারলাইন্স রোগীদের সুবিধার্থে স্বল্পমূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করছে, চিকিৎসা ভিসা আরও সহজতর করতে দূতাবাস সিদ্ধান্ত নিয়েছে।

এসময় পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দীন বলেন, চীন বাংলাদেশ ৫০ বছরে এই উদ্যেগের মধ্য দিয়ে সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হল।
সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিনি বাংলাদেশিদের বিদেশে চিকিৎসা সমস্যায় চীনকে এগিয়ে আসার অনুরোধ করেন।তারই প্রেক্ষিতে চীন সরকার সেদেশের চারটি হাসপাতালে বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব।

সফররত বাংলাদেশি চিকিৎসকরা সেদেশের চিকিৎসার ধরন, প্রযুক্তি ও মান সম্পর্কে অবগত হবেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করবেন।

জনগণের বিশ্বাস অর্জনে যেসব কৌশল ব্যবহার করতেন হাসিনা

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

খুলল চিকিৎসার নতুন দুয়ার , চীনে গেলেন রোগীদের প্রথম দল

বেইজিং পার্কে টহল দিচ্ছে রোবট কুকুর

চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

চীন ও রাশিয়ার সম্পর্ক স্বল্পমেয়াদী নয়: চাং হানহুই

ভেঙে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ড. ইউনূস: দ্য গার্ডিয়ান

ধর্ষণ রোধে ইসলাম

আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে