১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌ আমার সাবেক প্রেমিকার কথা জানে: জাহিদ

নিজেস্ব প্রতিবেদক

জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে একসঙ্গে কোথাও দেখা যায় না। এমনকি শোবিজের কোনো অনুষ্ঠানেও একসঙ্গে তাদের দেখা যায় না। এ নিয়ে বিস্তর অভিযোগ সমালোচকদের। তাদের অনেকেই ভেবে নেন—সংসারজীবনে ভালো নেই জাহিদ-মৌ দম্পতি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তাদের দাম্পত্য নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান। সেই সঙ্গে সাবেক প্রেমিকার প্রসঙ্গও সামনে এনেছেন জাহিদ।

মৌয়ের আগে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল জাহিদ হাসানের। দুজন একসঙ্গে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার চিঠি এখনো বাড়িতে যত্ন করে রেখে দিয়েছেন জাহিদ হাসান।

তিনি বলেন, আমার সাবেক প্রেমিকার কথাও জানে মৌ। এ নিয়ে মৌ তার সঙ্গে অনেক সময় মজাও করে। জাহিদ বলেন, আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। তারা ব্যাপারটি নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ মৌ বলল— এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। দেখি তার হাতে অনেকগুলো চিঠি।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর একত্রে আর কোনো কাজ করেননি জাহিদ ও ওই অভিনেত্রী। এমনকি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে পরস্পরের সঙ্গে কথাও বলেন না। তাকে নিয়ে এখন কোনো মন্তব্যও করতে চান না অভিনেতা।

জাহিদ বলেন, তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সে-ও খুব ভালো আছে। এটাই বড় কথা।

মৌয়ের সঙ্গে কোথাও যাওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাওয়া হয় না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি।

বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আরআরকে পডকাস্টে জাহিদ হাসান আরও বলেন, দাম্পত্যজীবনে আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটি ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়। তিনি বলেন, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তাকে রান্না করে খাওয়ান।

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যা জানাল হোয়াইট হাউস

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এর সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক: সিইসি

মাদুরো কেন ট্রাম্পের আক্রোশের শিকার হলেন?

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ্টা